জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে লাভার্থী জনসম্পর্ক অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও এধরণের কর্মসূচী শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেসব লোকজন পেয়েছেন তাদের সঙ্গে কথা বলতেই এবং তাদের মতামত নিতেই এই কর্মসূচী।
মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রেও এই জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। এদিন প্রদেশ বিজেপি সভাপতি এই কর্মসূচীতে বের হন পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়। উনার সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিজেপি কার্যকর্তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যারা পেয়েছেন তাদের বাড়িতে যান এবং লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি সুবিধা ভোগীদের হাতে লিফলেটও তুলে দেন।
এদিন তিনি বলেন, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকাশের মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেছে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার। এরই ফলস্বরূপ বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সরাসরি পৌঁছে যাচ্ছে জনগনের কাছে।
Leave feedback about this