জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক নারী দিবসে সেবামূলক কর্মসূচী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার। শুক্রবার সংগঠনের তরফে বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়াল সংগঠনের কার্যকর্তা-কর্মীরা। শুক্রবার সকালে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।
এদিন মিমি মজুমদার নারীদের উদ্দেশ্যে বলেন, নারীরা যাতে নিজেদেরকে দুর্বল কোথাও না ভাবেন। বর্তমানে পেট্রোল পাম্প থেকে রাষ্ট্রপতির পদে পর্যন্ত সব জায়গাতে নারীদের দেখা যায়। নির্মলা সীতারমণের মতো মহিলা দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বলেন, নারীরা কোন জায়গাতেই পিছিয়ে নেই।প্রধানমন্ত্রীও নারীদের এগিয়ে নিতে চাইছেন।
Leave feedback about this