জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মহাকরণে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মা কে স্বাগত জানালেন রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী ।এদিন নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন ,প্রধানমন্ত্রীর দিশা কে সামনে রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে মন্ত্রী অনিমেষ দেববর্মা বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলে মনে করেন তিনিবৃহস্পতিবার রাজ্যমন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিপ্রা মথা দলের দুই বিধায়ক যথাক্রমে অনিমেষ দেববর্মা এবং বিশ কেতু দেববর্মা।রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করার পর রাজভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন দুই নবনিযুক্ত মন্ত্রী ।এর কিছুক্ষণ পরই মহাকরণে ছুটে যান মন্ত্রী-অনিমেষ দেববর্মা। মহাকরণে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রি সুশান্ত চৌধুরী ।মন্ত্রী সুশান্ত চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে তার অফিস গৃহে নিয়ে যান এবং মন্ত্রীর চেয়ারে বসান। নবনিযুক্ত মন্ত্রীর অফিস গৃহেই মন্ত্রীকে পাশে বসিয়ে সুশান্ত চৌধুরী জানান, তিপ্রা মথা মন্ত্রিসভায় যোগ দেবে, দীর্ঘদিন ধরেই এই বিষয়ে জল্পনা কল্পনা চলছিল। আজ সব জল্পনা-কল্পনার অবসান হলো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই মন্ত্রিসভা কাজ করে চলছে। এই কাজে নবনিযুক্ত দুই মন্ত্রী সহযোগিতা করবেন এমনটাই তিনি আশা করেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসঙ্গত উল্লেখ্য যে ,২০২০ সালের শেষ দিকে রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়ন কে লক্ষ্য রেখে গঠিত হয়েছিল জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন তিপ্রা মথা।
প্রথম বারই এডিসি নির্বাচনে অংশগ্রহণ করে দলটি এডিসি প্রশাসন পরিচালনার দায়িত্বভার পায়।এরপর প্রথমবার বিধানসভা নির্বাচনের অংশগ্রহণ করেই এই দলটি বিধানসভার বিরোধী দলের মর্যাদা লাভ করে।এবার রাজ্য মন্ত্রিসভায় যোগ দিল এই দলটি ।তাও প্রথমবারের মতই। সরকারে যোগ দেওয়ার পর এই জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠনটির ভূমিকা কি থাকবে সেটাই এখন দেখার।
Leave feedback about this