2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

কিষান মোর্চার নবনিযুক্ত পদাধিকারী এবং সদস্য সদস্যাদের সাথে বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই লোকসভা নির্বাচন। একে সামনে রেখে ভারতীয় জনতা কিষান মোর্চা সংকল্প নিয়েছে সংগঠনকে শক্তিশালী করার। বুধবার কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় সহ অন্যান্য কার্যকর্তা।

বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন কর্মসূচী নেওয়া হয়। কৃষক সুবিধাভোগীদের সঙ্গে জনসম্পর্ক গড়ে তুলে সংগঠনকে শক্তিশালী করার উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে সংগঠনের রাজ্যস্তরীয় কনভেনশন করার। কিছুদিনের মধ্যেই এই কনভেনশন করা হবে বলে জানান রাজীব বাবু।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service