জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডুম্বুর জলাশয়কে বেসরকারি সংগঠনের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে মৎস্যজীবী ইউনিয়ন, তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা গণমুক্তি পরিষদ যৌথভাবে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করে শুক্রবার। তিনটি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি সিপিআইএম পশ্চিম জেলা অফিস থেকে শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে রায়। সেখানে আয়োজন করা হয় বিক্ষোভ সভার।
বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সুধন দাস, রতন ভৌমিক, রাধাচরণ দেববর্মাসহ অন্যান্য নেতৃত্ব। এক সাক্ষাৎকারে সুধন দাস বলেন, ডম্বুর জলাশয়ের ওপর নির্ভর করে অন্তত ৩০ হাজার লোক বসবাস করছেন। বেসরকারিকরণের ফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাই কোনো অবস্থাতেই এই জলাশয় বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না।
Leave feedback about this