জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলায় যক্ষা নিবারনি সমিতির হলে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর রাজ্য সম্মেলন হয়। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি ছাড়াও বিধায়ক গোপাল রায়। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া, আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেক্ষ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যে কংগ্রেসকে উজ্জীবিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন। উদ্দেশ্য দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।
এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি কেন্দ্রের সমালোচনা করে বলেন, রাজ্য গুলির বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজ কমে এখন হয় ৩০ দিন। দ্রব্য মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এই সমস্ত বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।
Leave feedback about this