2024-09-20
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের হুশিয়ারী TISF এর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহার নিয়ে রাজ্যে অস্থিরতার দেখা দিচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথার ছাত্র সংগঠন টিআইএসঅফ শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সেখানে সংগঠনের নেতৃত্ব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দেন।

তাছাড়া সংগঠনের ছাত্র নেতা বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা ও রোমান উভয় হরফে লেখা যাবে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী বলেছিলেন কিন্তু তিনি সেই কথা থেকে সরে গিয়েছেন। পাশাপাশি ২০২০ শিক্ষানীতিতে বলা হয়েছে ছাত্র ছাত্রীরা আঞ্চলিক ভাষা দিয়ে লেখাপড়া করা যাবে।

কিন্তু রাজ্যে দেখা গেছে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রতিবাদে এই অবরোধের ডাক বলে জানিয়েছেন তিনি।পর্ষদ পরিচালিত পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের লিখিত প্রতিশ্রুতি মিললেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে হুশিয়ারী দিয়েছে টিআইএসঅফ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service