জনতার কলম ওয়েবডেস্ক :- অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স, পাঞ্জাব কানাডা-ভিত্তিক লকবীর লান্ডা এবং পাকিস্তান-ভিত্তিক হারবিন্দর রিন্দার সন্ত্রাসবাদীদের 3 সহযোগী (জোবানজিৎ সিং, বিক্রমজিৎ সিং এবং কুলবিন্দর সিং) গ্রেপ্তার করেছে৷ জোবানজিৎ ইউএপিএ, অস্ত্র আইন, এনডিপিএস আইন এবং আইটি আইনের অপরাধে ওয়ান্টেড এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুটি পিস্তল ও ১০টি জীবন্ত কার্তুজও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা তাদের বিদেশী হ্যান্ডলারদের নির্দেশে অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছিল। তথ্য জানালেন পাঞ্জাব ডিজিপি, গৌরব যাদব।
অপরাধ
রাজ্য
গ্রেপ্তার ৩ সন্ত্রাসবাদী
- by janatar kalam
- 2024-02-07
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this