জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪২ তম আগরতলা বইমেলা নিয়ে পৌর নিগম কনফারেন্স হলে মেয়রের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার , পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় , তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ অন্যান্যরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান বিগত বইমেলাকে লক্ষ্য রেখে কিভাবে এইবারের বইমেলাকে আরো সুন্দর করা যায় এবং পাশ্ববর্তী রাষ্ট্রের যে কবি , সাহিত্যিক এবং বিক্রেতারা রয়েছেন তাদেরকে আরো সহজভাবে বইমেলায় যোগদান করানো যায় সেই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাছাড়া উপস্থিত নেতৃত্বতের সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা হল গত ৩০ শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য ৪২ তম বইমেলাকে সামনে রেখে একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময়ে আগরতলা পুর নিগমের মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয় যাতে করে বিগত দিনের মেলার তুলনায় এবারের বইমেলা যেন ব্যবস্থাপনা এবং উপস্থাপনায় এগিয়ে রাখার লক্ষে। কেননা সরকারের বদলের পরে মেলার ব্যবস্থাপনা এবং উপস্থাপনায় পরিবর্তন দেখা দিয়েছে।
Leave feedback about this