2024-12-19
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

উত্তর জেলায় গড়ে উঠবে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের উত্তর ত্রিপুরা জেলায় গড়ে উঠবে, অত্যাধুনিক ক্যান্সার হসপিটাল । যার জন্য বিনামূল্যে ১৫ একর জায়গা দেওয়া হয়েছে । কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ ক্যান্সার রোগীর ক্যান্সার হচ্ছে পান খাওয়া থেকে । বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার মানুষ পানের নেশায় আসক্ত । সারাদিন মুখে পান রাখার ফলে উত্তর ও ঊনকোটি জেলার মানুষ সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে । তার জন্য এখন থেকেই সাধারণ মানুষদের সচেতন হতে হবে। রাজ্যে বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত মুখে । এখন থেকে সাধারণ নাগরিক সচেতন না হলে ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা সবচেয়ে বেশি । রবিবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলা অটল বিহারী বাজপেয়ি রিজনাল ক্যান্সার হাসপাতালের আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন , সচেতনতা হচ্ছে ক্যান্সার আক্রান্ত থেকে বাঁচার একমাত্র উপায় । সুতরাং ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service