2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

দেশের প্রধানমন্ত্রী মানুষের উন্নয়নের লক্ষ্যে যেভাবে কাজ করে চলেছেন তাতে আমরা গর্বিত : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো অনুষ্ঠান যেখানে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক ও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী বিধায়করা। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি জানান দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প নিয়ে দেশের সব অংশের মানুষ যেমন শ্রমিক, কৃষক, কর্মচারী ও গরিব অংশের মানুষের উন্নয়নের লক্ষ্যে যেভাবে কাজ করে চলেছেন তাতে আমরা গর্বিত। তার পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের সব অংশের মানুষের স্বার্থে যেভাবে কাজ করছেন শুধু আগরতলা শহরে নয় রাজ্যের গ্রাম পাহাড়েও সব অংশের মানুষের উন্নয়নের জন্যও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই মূল মন্ত্রকে সামনে রেখে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে আজকের এই দিনে ধন্যবাদ জানান তিনি। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্য সেটাকে বাস্তবায়িত করার জন্য দলের সকল কার্যকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service