2024-12-15
agartala,tripura
রাজ্য

কোল্ড স্টোরেজ নির্মাণে মৌ স্বাক্ষরিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৌ স্বাক্ষরিত হল ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক , এনবিসিসি , আনন্দ নগর রামকৃষ্ণ প্যাক্স এর মধ্যে ।মূলত কৃষিভিত্তিক এই প্রকল্পে প্রতিটি জেলায় কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে । এক একটি স্টোরেজ নির্মাণে খরচ হবে আনুমানিক প্রায় এক কোটি টাকার উপরে । নাবার্ড ও ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক এই প্রকল্পে আর্থিক সহায়তা করবে । এ দিনের মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভজন রায় , আনন্দনগর রামকৃষ্ণ প্যাক্স লিমিটেডের প্রেসিডেন্ট হরিলাল দাস , এনবিসিসির cgm অনিল কুমার পাঠ্‌ ক , এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটির সুইথুইফ্রু মগ ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service