2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

স্বচ্ছতা কর্মসূচীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার নিদর্শন বিজেপি কার্যকরতাদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অপেক্ষার আর মাত্র ৩ দিন। আগামী ২২ জানুয়ারী উদ্বোধন হতে চলেছে অযোধ্যা ধামে ভব্য রাম মন্দিরের । তারই পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত ধর্মস্থান কিংবা তীর্থক্ষেত্রগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন , সেই বার্তায় সাড়া দিয়ে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত কর্মসূচি , কিন্তু রামনগর চার নং এলাকায় দেখা মিললো অন্য দৃশ্য , এ যেন ধর্ম নিরপেক্ষতার নিদর্শন। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে শ্রী রামের ভক্তরা রামনগর চার নং রোডের শেষ প্রান্তে অবস্থিত জামা মসজিদে বিজেপি কার্যকর্তারা স্বচ্ছতা অভিযানে মিলিত হয়।মন্দিরের পাশাপাশি মসজিদেও স্বচ্ছতা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই বার্তা ছড়ানো হল নিন্দুকেদের উদ্দেশ্যে যে যারাই বিজেপিকে কটাক্ষ করতো এরা শুধু হিন্দ্যুত্ববাদ নিয়ে চর্চা করে বলে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service