2024-12-15
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন এমপি ডব্লিউ বেকারদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এসটিজিটির পাশাপাশি এবার নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে রাস্তায় নামল এমপি ডব্লিউ বেকাররা। গত ২০১৭ সালে ৭৫১ টি পোস্টে এই এম পি ডব্লিউ চাকরি ছাড়া হয়েছিল সেখানে একানব্বই জন ইন্টারভিউ ফেস করেছিলেন কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর সেগুলো বাতিল হয়ে যায়। নতুন সরকার আসার পর তাদের কাছে আবেদন জানালে আশ্বাস দিয়েছিল নিয়োগ করা হবে বলে। কিন্তু আজকের ৬ বছর পেরিয়ে যাওয়ার পরও এখন অব্দি কোন প্রকার হেলদোল নেই সরকারের পক্ষ থেকে তাই এক প্রকার বাধ্য হয়ে বেকাররা বিক্ষোভে সামিল হলো। এদিন সংবাদমাধ্যমের সামনে এক বিক্ষোভকারী জানান তাদের মধ্যে অনেকের ওভার এজ হয়ে যাচ্ছে সুতরাং জ্যেষ্ঠতা বজায় রেখে যেন নিয়োগ করা হয় তার দাবিতে আজকের এই বিক্ষোভ প্রদর্শন বলে। এতগুলো পোস্ট থাকা সত্ত্বেও কেন ৫০০ জন নিয়োগের দাবিতে তাদের এই বিক্ষোভ সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিক্ষোভকারীরা জানান জ্যেষ্ঠতা বজায় রেখে প্রথমে রাজ্য সরকার ৫০০ জনকেই নিয়োগ করুক না পরে জুনিয়ররা একইভাবে চলে আসবে। এ দিনের কর্মসূচিতে বিক্ষোভকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service