জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাত পোহালেই বাঙ্গালীদের আরেক পার্বন পৌষ সংক্রান্তি । পোষ সংক্রান্তি উপলক্ষে শহর উপকন্ঠের বিভিন্ন ভাড়িঘরে যখন চলছে আলপনা আঁকার কাজ, তখন অন্যদিকে ছোটদের চলছে বুড়ির ঘর তৈরির কাজ।শনিবার এমনই একটি ছবি ধরা পড়েছে ক্যামেরায়।এ বছর মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। একটি সংক্রান্তি এবং আরেকটির মধ্যবর্তী সময়টি হল সৌর মাস। সারা বছরে মোট ১২ টি সংক্রান্তি হয়, তবে মকর সংক্রান্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পৌষ মাসে, যখন উত্তরায়ণের পর সূর্য মকর রাশিতে প্রবেশ করে, এই উপলক্ষটি দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হিসেবে পালিত হয়।রাজ্যে এই উপলক্ষে বাড়ি বাড়ি চলছে আলপনা আঁকার কাজ ।আলপনা আকতে ব্যস্ত বাড়িঘরের প্রবিনরা। অপরদিকে বসে নেই ছোটরাও।তারাও ব্যস্ত বুড়ির ঘর বানাতে।বুড়ির ঘরে এবাড়ি ও বাড়ি থেকে কাঠ, বড় ও লাকড়ি সংগ্রহ করে বুড়ির ঘরে মজুদ করছে ছোটরা ।রবিবার রাতে হবে পিকনিক।সোমবার কাকভোরে স্নান সেরে বুড়ির ঘরে আগুন দিয়ে শরীর গরম করবে তারা।এদিন বুড়ির ঘর বানানোর কাজে ব্যস্ত এক কিশোর এমনটাই জানান।সভ্যতা এগিয়ে চলছে।বর্তমানে ডট কমের যুগে পদার্পন করেছি আমরা।এই সময়ে সংস্কৃতির অনেক বিষয় ই হারিয়ে যাচ্ছে।কিন্তু ডট কমের এই যুগেও হারিয়ে যায়নি পৌষ পার্বনের গুরুত্ব।হারিয়ে যায়নি বুড়ির ঘরের আনন্দও।সংস্কৃতির এই পরমপরা আজো সমানেই বয়ে চলছে।
রাজ্য
মকর সংক্রান্তিকে কেন্দ্র করে কচিকাচারা ব্যাস্ত বুড়ির ঘড় তৈরিতে
- by janatar kalam
- 2024-01-13
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this