2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

রহস্য মৃত্যু এক অটো চালকের,উদ্ধার ছড়ার মাঝে মৃতদেহ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্য মৃত্যু এক অটো চালকের। ঘটনা রামনগর আউটপোষ্টের অধীনে লঙ্কামুড়া এলাকায়। মৃত অটো চালকের নাম বিমল দেবনাথ। বাবাকে খুন করা হয়েছে বলে সন্দেহ মৃতের ছেলের। তদন্তে পশ্চিম থানার পুলিশ। শুক্রবার রাতে স্ত্রীকে স্নানের জন্য গরম জল বসানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন লংকামুড়া এলাকার অটোচালক বিমল দেবনাথ। স্বামীর জন্য স্ত্রী গরম জল তৈরি করে রেখেছিলেন। কিন্তু গরম জলের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বাড়িতে ফিরছিলোনা স্বামী। তিনি স্বামীকে বারবার ফোন করেছিলেন। মোবাইল সুইচ অফ। কোথাও তার হদিশ ছিল না। তিনি তার ছেলেকে এই বিষয়ে জানানোর পরেই ছেলে বাবার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাত তখন আনুমানিক দশটা। তিনি লঙ্কামুড়া ব্রিজের পাশে যেতেই তার নজরে আসে রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় রয়েছে তাদের অটো গাড়ি। কিন্তু চালকের আসনে ছিলেননা বাবা। অটোর ভিতর লাইট মারতেই তিনি দেখতে পান সেখানে বাবার একটি জুতা পড়ে আছে । কিন্তু আশপাশে নেই বাবা । শুরু হয় ব্রিজের নিচে এবং নালার মধ্যে খোঁজাখুঁজি। তখনই তার নজরে আসে ছড়ার মাঝামাঝি জলের মধ্যে উপুড় করে পড়ে আছে বাবার দেহ। এই ধরনের দৃশ্য দেখার পরেই তিনি চিৎকার জুড়ে দেন। খবর পেয়ে সেখানে ছুটে যান পরিবারের অন্যান্য লোকজনেরাও। উদ্ধার করা হয় বিমলের নিথর দেহ। সেখান থেকে অচৈতন্য অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। চিকিৎসকরাপরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ধরনের মৃত্যু কোনভাবেই দুর্ঘটনা বলে মেনে নিতে পারছে না তার ছেলে সহ অন্যান্যরা। মৃতের ছেলের দাবি কিছুদিন পূর্বে জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছিল। প্রতিবেশী তার বাবাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলো। ফলে এই মৃত্যু খুন হতে পারে। পশ্চিম থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। যাদের দিকে আঙ্গুল উঠছে তাদের গতিবেদের দিকে নজর রেখে চলেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service