জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য, তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে নিজেদের ইভেন্টের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছাত্র-ছাত্রীদের দেখে নিজের ছাত্র জীবনের স্মৃতি কথা তুলে ধরেন, তার পাশাপাশি তিনি বলেন ছাত্র জীবন পঠন-পাঠনের অধ্যায়, পুঁথিগত শিক্ষার মাধ্যমে সকলে কিছু ডিগ্রী অর্জন করতে পারব নিশ্চয়, কিন্তু আমাদের সমাজকে যারা কলুষিত করতে চাইছে এবং যারা সমাজকে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য ছাত্র-ছাত্রীদেরকেও এগিয়ে আসার আহ্বান রাখেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন রাজ্যের খেলাধুলার মান অনেক উন্নত হয়েছে কেননা জাতীয় স্তরের অনেক খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্য থেকে, তাছাড়া শরীরচর্চা প্রসঙ্গে তিনি বলেন বিগত করোণা মহামারী সময়ে এই মরণব্যাধি ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের শরীরের সক্ষমতা আর এই সক্ষমতা এসেছে শরীরচর্চা ও খেলাধুলা থেকে, তাই খেলাধুলার অবদান অপরিসীম বলে নিজ বক্তব্যে তুলে ধরলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
রাজ্য
শিক্ষা
সমাজকে রক্ষা করার জন্য ছাত্র-ছাত্রীদেরকেও এগিয়ে আসার আহ্বান রাজীবের
- by janatar kalam
- 2024-01-10
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this