2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিচারের জন্য মানুষকে হন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমাদের দেশে প্রথম চন্ডিগড়ে ডিজিটাল ল ব্যবস্থা চালু হয়েছে । ধীরে ধীরে সমস্ত রাজ্যে চালু হবে ডিজিটাল ল । আইন ব্যবস্থা আমূল পরিবর্তন আনা হয়েছে দেশে । তিন বছরের মধ্যে সমাপ্ত হয়ে যাবে সমস্ত বিচার প্রক্রিয়া । বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।

দেশের আইন ব্যবস্থার আমল পরিবর্তন আনা হয়েছে । এযাবৎ কাল ধরে যে সমস্ত আইন কানুন দেশে লাগু হয়ে আসছিল ,ব্রিটিশ আমলের সেই সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নতুন আইন আনা হয়েছে । সে সমস্ত আইনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিচার প্রক্রিয়া তিন বছরের মধ্যে শেষ করা । Hit and run আইন কার্যকর করা । এদিন আইন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আইনের বিভিন্ন প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন । বলেন আমাদের দেশে বহু আইন রয়েছে মানদাতা আমালের । সেই আইনগুলোকে সংশোধন করার জন্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছিল । বর্তমান আইন সংশোধনের ফলে অনেক মানুষ যোগ্য আইনি সহায়তা পাবে ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব বলেন বর্তমান আইনের ফলে সাধারণ গরিব মানুষ রিলিফ পাবে। বিচারের জন্য মানুষকে হন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না । আইন সঠিকভাবে তার নিজস্ব পথেই চলবে । বিপ্লব দেব এদিন আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু , প্রসাদ প্রকল্প চালু ও রাজ্যের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন । বিশেষ করে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রীদেব ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service