2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা রাজ্য

যুবক যুবতীদের ময়দানমুখী করতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুবক-যুবতীদের ময়দানমুখী করতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এ সমস্ত পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যুব সম্প্রদায়কে নেশা থেকে দূরে রাখা। আজ রাণীরবাজার বিদ্যামন্দির মাঠে ২২তম রাজ্যভিত্তিক মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশীপের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী বলেন, রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। যাতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের ক্রীড়াবিদরা সাফল্য পেতে পারে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, রাজ্যের খেলাধুলায় জিরানীয়া ও রাণীরবাজার এলাকার বিশেষ সুনাম রয়েছে। রাণীরবাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস ও সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service