2024-12-21
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব রাজনৈতিক

গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি : শেখ হাসিনা

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার সকাল ৮টা নাগাদ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে।

রবিবার সকাল ৮টা নাগাদ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে।

ভোট দেওয়ার পর শেখ হাসিনা বলেন, ‘আমরা যে ভোট সুষ্ঠুভাবে করতে পারছি, সে জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ, অনেক বাধা ছিল। অনেক বিপত্তি ছিল। কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নির্বাচনটা যে একান্ত জরুরি, তা বুঝতে পেরেছে। জনগণ তার ইচ্ছেমতো ভোট দেবে। আমরা ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি।’

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service