2024-12-18
agartala,tripura
অপরাধ রাজ্য

একই দিনে চার দোকানে চুরি নির্বিকার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিনের পর দিন চুরির হিরিক বেড়ে যাচ্ছে আমবাসা মহকুমা সহ বিভিন্ন এলাকায়। এবার কচুছড়া বাজারে হানা দিল চুরের দল। রাতের আঁধারে কচুছড়া বাজারের চারটি দোকানে হানা দেয় চোরের দল। দোকানের তালা ভেঙ্গে নিয়ে যায় জিনিসপত্র। কচুছড়া বাজারের হার্ডওয়ার, মুদি দোকান, পানের টং সহ চারটি দোকানে হানা দেয় দিয়েছে চোর। নিয়ে যায় নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী। রবিবার সকালে দোকানের মালিকরা দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা। দোকানের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় দোকানের জিনিস এলোমেলো এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে। নগদ টাকা সহ দোকানের বেশ কিছু দামি জিনিস নিয়ে গেছে। বিগত বেশ কিছুদিন ধরে চলছে চুরি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায় । অভিযোগ চোরদের ধরতে একেবারেই ব্যর্থ কচুছড়া থানার পুলিশ। একজন ব্যবসায়ী জানায় বিগত ১০ দিন আগে তার দোকানে চুরি হয়েছে, রবিবার ফের একই কায়দায় চুরি হয়েছে ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service