জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি । ঘটনা চড়িলাম বাজার এলাকায় । বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাঁপানিয়া হাসপাতালে । ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল ৮:৩০নাগাদ গোপাল দত্ত নামে ষাট বছর বয়সী এক ব্যক্তিকে চড়িলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে । মুহূর্তেই রাস্তায় ছিটকে পড়ে যায় গোপাল দত্ত নামে বয়স্ক ব্যক্তি, । পরবর্তী সময়ে স্থানীয়রা দেখতে পেয়ে অন্য একটি গাড়ি করে গোপাল দত্তকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে,। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোপাল দত্তের অবস্থা আশঙ্কা জনক দেখে আগরতলা হাঁপানিয়া হাসপাতলে রেফার করে দেয় । ঘটনাস্থলে ঘাতক গাড়িটি আটক করতে সক্ষম হয় জনগণ।
Leave feedback about this