2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

গরিবদের হাতে শীতের কম্বল তুলে দিল বনমালীপুর মন্ডল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে বুধবার । রাজ্যে যখন শীত জাকিয়ে বসেছে তখনই নয় বনমালীপুর মন্ডলের অন্তর্গত ৫১ টি বুথের গরিব দুস্থদের মধ্যে শীতকম্বল বিতরণ করলেন বনমালীপুর মন্ডল । বনমালীপুর মন্ডল ও টিআরপিসি কর্মচারীদের সহায়তায় মন্ডল কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গরীব দুঃস্থদের হাতে এই কম্বলগুলো তুলে দেয়া হয় । উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা । এদিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের প্রতি আহবান রেখে মন্ডল সভাপতি আরও বলেন , যদি প্রয়োজনে আরো মানুষের কম্বলের প্রয়োজন হয় তাহলে মন্ডল থেকে সর্বত ভাবে তাদেরকে সহায়তা করা হবে ।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service