জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতী সুরক্ষা মঞ্চের আহুত রেলি কর্মসূচী নিয়ে আবারো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। এই রেলিকে গভীর চক্রান্তমূলক ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে অভিযোগ কংগ্রেসের। সচেতন মানুষদের সতর্ক থাকার আহবানও জানিয়েছে কংগ্রেস। সোমবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের এই বক্তব্য জানিয়েছেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব মুখর দিনে রাজ্যের বুকে এক অস্থির পরিস্থিতি তৈরী করার গভীর চক্রান্ত চলছে। জনজাতী মঞ্চের নামে আহুত রেলি কর্মসূচীর আড়ালে আসলে রয়েছে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিকদের সামনে এক প্রতিক্রিয়ায় দলের অবস্থান পুনরায় স্পষ্ট করতে দেখা গেল কংগ্রেসকে। কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানান, এক অদ্ভূত যুক্তির ভিত্তিতে এই কর্মসূচী আহ্বান করা হয়েছে। বিভাজনের রাজনীতির অঙ্গ হিসাবে এই খেলায় নেমেছে মঞ্চ।তাঁর মতে, এই দাবী অসংবিধানিক। মঞ্চের এই কর্মসূচী নিয়ে প্রবীর চক্রবর্তী সাফ জানিয়ে দেন, কংগ্রেস মনে করে এই কর্মসূচীর আড়ালে একটা বড় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। যার ফল হবে সুদূরপ্রসারী। বেশ ঠান্ডা মাথায় রাজনৈতিক লাভালাভের কারনেই এই পরিকল্পনা করা হয়েছে। প্রবীর চক্রবর্তী এদিন জে আর বি টির মাধ্যমে নিয়োগ নিয়ে প্রতিক্রিয়ার বলেন, এই নিয়োগে দূর্নীতি হয়েছে। ইতিমধ্যেই ৫ জন বঞ্চিত প্রার্থী উচ্চ আদালতে মামলা করেছেন। কংগ্রেস কারোর চাকুরী বাতিলের দাবী করছে না। বরং কংগ্রেস দাবী করছে নিয়োগে মেধা তালিকায় যারা রয়েছেন তাঁদের প্রত্যেককে চাকুরী দিতে হবে। নিয়োগ নিয়ে তদন্ত দাবী করে প্রবীর চক্রবর্তী রাজ্য সরকারের উপর অনাস্থা রেখে নিয়োগ কান্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবী করেছেন। তাঁর মতে , বিচার বিভাগীয় তদন্ত হলে আসল চিত্র উঠে আসবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর চাকুরী অফার বিলি নিয়ে উস্মা প্রকাশ করে প্রবীর চক্রবর্তী বলেন, এ কি কান্ড দেখছে রাজ্যবাসী। চাকুরীর অফার মনোনীত ব্যাক্তির বাড়ির ঠিকানায় ডাক যোগে আসার বিধিই দেখে আসছেন রাজ্যের মানুষ। এটাই নিয়ম। এখন দেখছেন সেই অফার বিলি করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রবীরের মন্তব্য, কি অদ্ভুত পরিস্থিতি কায়েম করেছে ওরা! এই দৃশ্য কখনো দেখেননি রাজ্যের সাধারন মানুষ।
রাজনৈতিক
রাজ্য
জনজাতী সুরক্ষা মঞ্চের আহুত রেলিকে গভীর চক্রান্তমূলক ষড়যন্ত্র বলে অভিযোগ আনেন কংগ্রেস
- by janatar kalam
- 2023-12-18
- 0 Comments
- Less than a minute
- 12 months ago
Leave feedback about this