2024-12-26
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

সংসদ হামলাকাণ্ডে মোদি সরকারকে নিশানা রাহুলের

জনতার কলম ওয়েবডেস্ক :- সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে দেশের বেকারত্ব সমস্যাকে দায়ি করলেন রাহুল। দলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বললেন,”সংসদে এমন ঘটনা কেন ঘটল? আসল ইস্যু হল দেশের বেকারত্ব সমস্যা।

মোদীজির পলিসিগুলোই এর জন্য দায়ী। মূল্যবৃদ্ধিও অন্যতম বড় কারণ। সে জন্যই সংসদে ভিতর এমন ঘটনা ঘটল।’

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য এমন সময়ে এসেছে যখন অভিযুক্তদের পরিবারের সদস্যরা তাদের সন্তানদের রক্ষা করছেন। এই মামলার মাস্টারমাইন্ড ললিত ঝা-এর বাবা-মা বলছেন, সে পড়াশোনায় খুব ভালো ছিল। তিনি অনেক পুরষ্কারও পেয়েছেন তবে সে দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন। সে চাকরি পাচ্ছিল না। এ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ-গোয়েন্দাদের অভিযান ও গ্রেপ্তার দেখা গেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service