2024-12-18
agartala,tripura
অপরাধ রাজ্য

ত্রিপুরা থেকে আসামে গাঁজা পাচারের সময় আটক গাঁজা বোঝাই গাড়ি, উদ্ধার ৬৩৭ কেজি গাঁজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কন্টেইনার গাড়িতে করে ত্রিপুরা থেকে আসামে গাঁজা পাচারের সময় আটক গাঁজা বোঝাই গাড়ি। গাড়িটি চেকিং এর পূর্বেই পালিয়ে যায় চালক। বিবরণে প্রকাশ, আজ অর্থাৎ শনিবার আগরতলা থেকে গুয়াহাটি গামী NL02Q-8170 নম্বরের একটি খালি কন্টেনার গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের নাকা পয়েন্টে প্রবেশ করে এবং পুলিশ গাড়িটি তল্লাশির জন্য আটক করে। অবশ্য এর পূর্বেই ঘটনার বেগতিক দেখে চালক পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ আরো দ্বিগুণ হয়। তখন সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করে গাড়ির উপরের গোপন কেবিন থেকে একানব্বই প্যাকেট গাঁজা জব্দ করা হয়। একানব্বই প্যাকেটে মোট ৬৩৭ কেজি গাঁজা যার কালোবাজারি মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা বলে জানা গেছে। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা গাঁজা গুলি গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাবে এবং পরে সেখান থেকে অন্যত্র পাচার করা হবে বলে।কিন্তু চালক পালিয়ে যাবার ফলে আসল রহস্য বেরিয়ে আসছে না।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service