জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি কৃষি মরশুমে সরকারি সহায়তা না পেলে মাথা তুলে দাঁড়াতে পারবেনা কৃষক কুল । ব্যাপক ক্ষতি হয়েছে ধানের । পাশাপাশি মাঠে মার খেয়েছে শীতকালীন সবজি চাষিরাও ।
ঘটনা শুধুমাত্র সানমুরা এলাকার। গোটা রাজ্যের কৃষকদের করুণ কাহিনী তুলে ধরলে সমস্যা সমাধানের কোন অন্ত থাকবে না । পর্যাপ্ত সরকারি সহায়তা ছাড়া কৃষকরা মাথা তুলে দাঁড়াতে পারবেনা । কেননা একদিকে শীতকালীন শাকসবজি অপরদিকে ধান চাষ । ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষীদেরও । জমিতে থাকাকালীন অবস্থায় ধানে জালা বেরিয়ে এসেছে ।, এই পরিস্থিতিতে কৃষকরা শান্তিতে দু’মুঠো ভাতও খেতে পারবে না । কেননা যে সমস্ত ধানে জালা বেরিয়ে আসে সেই চালের ভাত খাওয়া যায় না । প্রতিকূলে এই পরিস্থিতিতে কৃষকরা ধান বিক্রি করতে গেলেও বিপাকে পড়তে হবে । বর্তমানে ধানের যেমন ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তেমনি সবজি চাষেও একই হাল হকিকত । বর্তমান পরিস্থিতিতে কৃষকদের একমাত্র ভরসা সরকার থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা করা । এছাড়া কৃষকদের সামনে আর কোন পথ খোলা নেই ।
গোটা রাজ্যের কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করলে ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন কৃষকরা । এই পরিস্থিতিতে বিশেষ করে মার মুখী হয়ে পড়েছে বর্গাদার কৃষকরা । আর্থিক সহায়তার পরিমাণ কৃষকরা পেলেও বর্গাদার কৃষকরা কিন্তু বঞ্চিতই থেকে যায় । যার ফলে দাবি উড়ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ।
Leave feedback about this