জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চান্দিনামুড়ার বলরাম সাহার মৃতদেহ উদ্ধার হয়েছিল গত ২৬ নভেম্বর পশ্চিম ভুবনবন এলাকায় নালায়। তিনি পেশায় গাড়ি চালক। পরিবারের অভিযোগ ছিল বলরামকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বলরামকে তার কয়েকজন বন্ধু মিলে খুন করেছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত জয়ন্ত দেব’কে বুধবার গ্রেফতার করা হয়। বাকিদের এখন গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave feedback about this