জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় জিরানীয়া অগ্নি বিনা হলে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, সোসাইটির চেয়ারম্যান অরবিন্দ বোস সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া এই বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ নিয়ে বলতে গিয়ে জানান , আগামীদিনে এই সোসাইটির আরো উন্নতকরণে কি কি করণীয় এবং কতটুকু ব্যয় ও আয় করা যায় সে বিষয়ে সকলের মধ্যে আলোচনাক্রমে আগামী এক বছরের বাজেট নির্ধারণ করা। তাছাড়া এই সোসাইটিতে ৭০০ জন সদস্য রয়েছে যার গুরুত্ব অনেক বেশি তাই এই সোসায়াটির উন্নয়নে নিজেদের মনোভাব প্রকাশের ও আহবান জানান মন্ত্রী , তার পাশাপাশি এই সোসাইটির জন্যে এলাকায় উন্নয়ন হচ্ছে এলাকার মানুষের এই মনোভাবেরও সাধুবাদ জানান তিনি। এই দিনের সভায় জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন সভা
- by janatar kalam
- 2023-11-22
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this