2024-12-18
agartala,tripura
রাজ্য শিক্ষা

স্কুলের সমস্যা সমাধানের দাবিতে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির চত্বরে অভিভাবকদের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজধানীর অন্যতম বনেদি বিদ্যালয় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির।দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের কথা জানিয়ে আসলেও কোন প্রকার হেলদোল নেই স্কুল কর্তৃপক্ষের , তাছাড়া এই বিদ্যালয়ে ৫ বার চুরির ঘটনা ঘটেছে, নিয়ে গিয়েছে ৪৭টি বৈদ্যুতিক পাখা থানায় মামলা করা হলেও নেই কোন হেলদোল প্রশাসনের পক্ষ থেকেও। তাই একপ্রকার বাধ্য হয়ে সমস্যা সমাধানের দাবিতে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির চত্বরে অভিভাবকদের বিক্ষোভ। তাদের দাবি স্কুলের বাউন্ডারি দেওয়াল নির্মাণ , শৌচালয় পরিষ্কার পরিছন্ন রাখা এবং নিশি প্রহরীর ব্যবস্থা করা, এসবের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন প্রধান শিক্ষককে বিক্ষুব্ধ অভিভাবকরা , তা না হলে স্কুলে তালা ঝুলাবেন বলে একপ্রকার হুঁশিয়ারিও দিয়েছেন অভিভাবকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service