জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে রাজ্যের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বিমান যোগাযোগ বাড়াতে আবারো কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা বিমানবন্দর বর্তমান সময়ে উত্তর-পূর্ব ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি যা বর্তমান সময়ে উত্তর-পূর্ব ভারতের জনগণের জন্য আকাশপথে প্রধান লাইফ লাইন হিসাবে কাজ করে চলেছে। তাই আগরতলা থেকে আসামের যোরহাট শহর এবং আগরতলা থেকে হায়দ্রাবাদ রুটে বিমান পরিষেবা দ্রুত শুরু করার জন্য অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি লিখলেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। চিঠিতে রাজ্যের পরিবহনমন্ত্রী উল্লেখ করেছেন, আগরতলা থেকে যোরহাট এবং আগরতলা থেকে হায়দ্রাবাদ রুটে প্রস্তাবিত বিমান পরিষেবা এখনো শুরু হয়নি। তাই, তিনি আজ কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-কে চিঠি দিয়ে এই বিষয়ে তার হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তিনি
যোরহাট-আগরতলা-যোরহাট রুটে স্পাইসজেট এবং হায়দ্রাবাদ-আগরতলা-হায়দ্রাবাদ রুটে ইন্ডিগোর বিমান চলাচলের অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখ করেছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শীতকালীন বিমান সময়সূচী অনুযায়ী ২০ অক্টোবর থেকে উল্লেখিত এই রুটগুলোতে বিমান পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, স্পাইস জেট ও ইন্ডিগো বিমান সংস্থাগুলি এখনও পর্যন্ত এই দুইটি রুটে তাদের পরিষেবা শুরু করেনি। চিঠিতে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী দ্রুত এই পরিষেবা চালু করার আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগে আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও উজ্জীবিত করতে এবং জনগণের কাছে বিমানভ্রমণকে সহজতর করে তুলতে রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, আরসিএস (উড়ে দেশ কা আম নাগরিক) উড়ান স্কিমের অধীনে যোরহাট-আগরতলা-যোরহাট রুটে স্পাইসজেট এবং হায়দ্রাবাদ-আগরতলা-হায়দ্রাবাদ রুটে ইন্ডিগোর বিমান পরিষেবা ত্রিপুরার আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালি করতে সহায়ক ভূমিকা নেবে। তিনি আরও বলেছেন , অসমের দ্বিতীয় রাজধানী শহর যোরহাট সংস্কৃতিতে সমৃদ্ধ এবং শিক্ষা কেন্দ্র, চা শিল্প, পর্যটন সহ ত্রিপুরার অর্থনৈতিক প্রগতিতে প্রভূত অংশীদারিত্বের ক্ষমতা রাখে। তেমনি, আগরতলা-হায়দ্রাবাদ রুটে বিমান পরিষেবা চালু হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটনে ত্রিপুরার মানুষ দারুণভাবে উপকৃত হবেন। তাই, তিনি সংশ্লিষ্ট বিমান সংস্থাকে অবিলম্বে ওই দুইটি রুটে পরিষেবা শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। চিঠিতে তিনি স্পাইস জেট ও ইন্ডিগো বিমান সংস্থাগুলির সাথে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আলোচনাক্রমে পরিষেবা শুরুর ব্যবস্থাকে দ্রুত ত্বরান্বিত করার জন্য দাবি জানিয়েছেন।
Leave feedback about this