জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হারের পর উচ্ছ্বসিত বাংলাদেশের একাংশ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা গবেষক তথাগত রায়। তিনি বলেন, ‘বাংলাদেশ অকৃতজ্ঞ। তারা ভারতের থেকে সব সুবিধে নেয়। আর ভারতের হারে উচ্ছ্বসিত হয়। এর কারণ হিন্দু বিরোধিতা। তথাগত রায়ের কথায়, ‘বাংলাদেশের এই উচ্ছ্বাস থেকে প্রমাণিত হয়, সেখানে যে ধর্ম সংখ্য়াগরিষ্ঠ তারা অন্য ধর্মকে সহ্য করতে পারে না। ঘৃণা করে। বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিরোধিতার চাষ হচ্ছে। অথচ সেই বাংলাদেশই বিপদে পড়লে ভারতের কাছে হাত পাতে। সেই দেশের মানুষ, অকাজ করলে এখানে চলে আসে, চিকিত্সার জন্য ভারতের উপর নির্ভর করে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তথাগত বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যে বাংলাদেশ জেতে। মুক্তিবাহিনীর যারা ছিল তারা তো লাঠি হাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। ভারত পাশে না দাঁড়ালে পারত জিততে? ভারত সেই সময় অনায়াসে বাংলাদেশকে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারত। কিন্তু ভারত জানত, ধর্মান্ধরা মাথাচাড়া দেবে। তাতে ক্ষতি হবে। ১৯৭৫ সালের পর সেটাই হল। বাংলাদেশে ধর্মান্ধদের রাজত্ব কায়েম হল। ভারতের হারে বাংলাদেশিদের যে উচ্ছ্বাস তো তারই দৃষ্টান্ত।
খেলা
রাজ্য
বাংলাদেশ অকৃতজ্ঞ, তারা ভারতের থেকে সব সুবিধে নেয় আর ভারতের হারে উচ্ছ্বসিত হয় : তথাগত
- by janatar kalam
- 2023-11-21
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this