জনতার কলম ওয়েবডেস্ক :- ফাইনাল হারের বেদনায় কান্নায় ভেঙে পড়েন ক্রিকেটাররা। রবিবার খেলা শেষে ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- জাদেজার ভাষায়, “আমরা একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। কিন্তু ভালোভাবে শেষ করতে পারিনি।আমাদের মন ভেঙে গিয়েছিল। কিন্তু জনতার যে সমর্থন সব সময় আমাদের সঙ্গে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্রেসিং রুমে এসেছিলেন। সেটা সত্যিই আমাদের সকলের কাছে স্পেশাল ছিল।”খেলা শেষে প্রধানমন্ত্রী মোদী প্রথমে মাঠে গিয়ে অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন। তারপর সোজা ড্রেসিংরুমের দিকে যান।সূত্রের খবর, মোদী যখন ড্রেসিংরুমে আসেন তখন সেখানে থমথমে পরিবেশ ছিল। ট্রফি হাতছাড়া হওয়ায় সকলেই কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী মোদী খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, “আপনারা একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছেন। আপনারা গর্ব করতে পারেন।”
প্রধানমন্ত্রী মোদী ক্রিকেটারদের বলেন, আপনারা ভবিষ্যতে আরও ভালো করবেন। আমি আপনাদের সাফল্য কামনা করি।
Leave feedback about this