জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৩ সালের ১৭ ই নভেম্বর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উত্তর- পূর্বাঞ্চলের প্রথম এবং ভারতের দ্বিতীয় ল্যান্ড পোর্ট আগরতলা- আখাউরার যাত্রা শুরু হয়। আজ যা ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিল। ১০ বছর পূর্তি উপলক্ষে আজ আখাউড়া ল্যান্ড পোর্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোঃ, রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত মহাশয় , সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে আখাউড়া বর্ডার থেকে বিমানবন্দর পর্যন্ত শ্যাটেল সার্ভিসের সূচনা করেন অথিতিরা। পরবর্তীতে রাজ্যের সর্বোচ্চ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিএসএফ জোয়ানরা একটি রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন যা ঘুরে দেখেন অথিতিরা । এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, গত ১০ বছর ধরে বাংলাদেশের যাত্রীদের সুবিধা দিতে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সুষ্ঠ ও সুদৃঢ় করতে বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে পোর্টের পক্ষ থেকে। ফলস্বরূপ, গত ১০ বছর আগে বছরে যাত্রী চলাচলের পরিসংখ্যানে আমূল পরিবর্তন ঘটেছে। তিনি এইদিন আরো বলেন, ১০ বছর আগে বছরে ৩০ হাজার থেকে ৪০ হাজার-দুই দেশের নাগরিক এই পোর্টের মাধ্যমে যাতায়াত করত। আজ ১০ বছর পর সেই পরিসংখ্যান হয়েছে মাসে ৩০হাজার থেকে ৪০ হাজার যাত্রী পোর্টকে ব্যবহার করে উপকৃত হচ্ছে। যাত্রী চলাচল এবং আমদানী রপ্তানী বানিজ্য বৃদ্ধির সঙ্গে মানোন্নয়ন ঘটেছে পোর্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষের জীবনে।
বিশ্ব
রাজ্য
বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে আখাউড়া বর্ডার থেকে বিমানবন্দর পর্যন্ত শ্যাটেল সার্ভিসের সূচনা
- by janatar kalam
- 2023-11-17
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this