2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

চল্লিশ লক্ষ টাকার ২৬৩ কেজি গাঁজা উদ্ধার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালি পূজা সাঙ্গ হতেই চুরাইবাড়ি থানার হাতে আটক বিপুল পরিমাণ গাঁজা। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ NL01AG/5879 নম্বরের বারো চাকার খালি লরিতে তল্লাশি চালিয়ে লরিটির কেভিনের পেছনের গোপন কক্ষ থেকে উদ্ধার হয় ২৬৩ কেজি গাঁজা। সাথে আটক করা হয় লরি চালক নারায়ন চন্দ্র সরকার (৬৪) পিতা মৃত শরৎ চন্দ্র সরকার।বাড়ি এডি নগরের বড্ড পুকুর এলাকায়।জানা গেছে উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্য গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service