2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য

রহস্যের আগুনে পুড়ে ছাই শকুন্তলা রোডস্থিত ইন্ডিয়ান ব্যাংকের যাবতীয় নথিপত্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্যের আগুনে পুড়ে ছাই শকুন্তলা রোডস্থিত ইন্ডিয়ান ব্যাংকের যাবতীয় নথিপত্র। ঘটনা মঙ্গলবার সাত সকালে। সঠিক সময়ে দমকল কর্মীরা আগুন আয়ত্বে নিয়ে আসায় বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে বাঁচলো গোটা ব্যাংক সহ শকুন্তলা মার্কেট।অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সাত সকালে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সাত সকালে রাজধানীর শকুন্তলা রোডস্থিত ইন্ডিয়ান ব্যাঙ্কের ভেতর থেকে কালো ধোয়ার কুন্ডলী বের হতে লক্ষ করেন প্রাতঃভ্রমণকারীরা । ভ্রমণকারীরাই সাথে সাথে বিষয়টি পশ্চিম থানা এবং দমকল অফিসে জানান। শকুন্তলা মার্কেটের বেসরকারি নিরাপত্তাকর্মীরা ঘটনাটি ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার শিব শান্তি সিং কে জানান। খবর পেয়ে সাথে সাথেই তিনি ছুটে আসেন ব্যাংকে ।ছুটে আসে দমকল কর্মী এবং পশ্চিম থানার পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা দ্রুত আগুন আয়ত্বে আনেন ।অগ্নিকাণ্ডে ব্যাংকের যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান পুলিশ এবং দমকল কর্মীদের।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হবে বলে দমকল কর্মী ও পুলিশের প্রাথমিক অনুমান ।দমকল আধিকারিকের বক্তব্য ,আগুন দ্রুত আয়ত্তে আনা সম্ভব হওয়ায় অল্পেতে বেঁচে গেছে শকুন্তলা মার্কেট সহ আশেপাশের দোকানপাট গুলি ।এদিন শকুন্তলা মার্কেটস্হিত ইন্ডিয়ান ব্যাঙ্ক এর ম্যানেজার শিব শান্তি সিং জানান, ব্যাংকে রাত্রিকালীন নিরাপত্তা কর্মী ছিল না ।তবে ব্যাংকে অগ্নি নির্বাপকের যাবতীয় সরঞ্জাম ছিল ।এছাড়া গোটা ব্যাংকের আভ্যন্তরীণ বিভাগ সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাব না করে বলা যাবে না বলে জানান তিনি।

এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় শকুন্তলা রোডস্হিত বাসিন্দা এবং বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service