জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পালিত হল জাতীয় আয়ুর্বেদ দিবস। এবারের জাতীয় আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা হল প্রতিদিন সবার জন্য আয়ুর্বেদ । পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত মানুষ , গৃহপালিত পশু ও বন্যপ্রাণী সকলের সুস্বাস্থ্য আয়ুর্বেদের মাধ্যমে সুনিশ্চিত করা হলো এ বছর আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা । তাছাড়া এবার ছাত্র কৃষক এবং জনসাধারণকে আয়ুর্বেদ সম্পর্কে সংবেদনশীল করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে । সারা ভারতে মাস ব্যাপী উদযাপন করা হবে আয়ুর্বেদ দিবসটিকে । শুক্রবার সকালে আয়ুর্বেদ দিবসটি উদযাপন করেন রাজ্য সরকারের যুব কল্যাণ ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, আয়ুর্বেদিকের প্রসার এবং প্রচারে এগিয়ে নিয়ে গেলে ও রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে গুরুত্বসহকারে অনুধাবন করতে পারলে সাধারণ মানুষদের আর শুধু শুধু বহির রাজ্যে চিকিৎসা পরিষেবার জন্য যেতে হবে না । রাজ্যের চিকিৎসা পরিষেবা বর্তমানে খুবই উন্নত পরিসরে শুরু হয়েছে । এই দিনের অনুষ্ঠানে ডাক্তার কিশোর দেববর্মা , ডাক্তার বিজয় চৌধুরী , ডাক্তার শৈবাল চন্দ্র পণ্ডিত , ডাক্তার অভিজিৎ সাহা , ডাক্তার মনিলাল দাস কে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এর সম্মান জানানো হয় । স্টেট আয়ুর্বেদিক হাসপাতালকে এওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হেলথ কেয়ার সার্ভিস সম্মান জানানো হয়েছে । এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ছয় জন আয়ুর্বেদিক চিকিৎসকদের সম্মান জানানো হয় । ১০ নভেম্বর জাতীয় আয়ুর্বেদ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ আর রাঠোর , স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাক্তার সুপ্রিয় মল্লিক , পরিবার পরিকল্পনা ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস , মেডিকেল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর ডাক্তার এইচপি শর্মা , জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা দিকে চাকমা প্রমুখ ।
Leave feedback about this