জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সময়ে প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো গোটা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে । একই সঙ্গে এই যোগাযোগকে ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধে বা সাইবার ক্রাইমে নাকাল হচ্ছেন মানুষ । এই পরিস্থিতিতে সাইবার ক্রাইমের বিভিন্ন দিক থেকে নিরাপদে থাকার বিভিন্ন উপায় নিয়ে শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলপুর কলেজ ইউনিটের উদ্যোগে একদিনের এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল কমলপুর কলেজ কনফারেন্স হলে । শিবিরে সাইবার ক্রাইম বিভাগের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক, ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট জনেরা আলোচনা করেন ।
Leave feedback about this