জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে খাদ্য দপ্তরের অভিযান অব্যাহত । বৃহস্পতিবারও রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা । অভিযোগ পেঁয়াজের সঠিক মূল্য নিয়ে তালবাহানা করছে ব্যবসায়ীরা । পাইকারি বাজারের ব্যবসায়ীরা কারো কাছে ৫৪০০ কুইন্টাল, আবার কারো কাছে ৫৬০০ কুইন্টাল , আবার কারো কাছে ৫৫০০ কুইন্টাল বিক্রি করছে । যার ফলে খুচরা বাজারে পেঁয়াজের দাম কোথাও ষাট টাকা কিলো আবার কোথাও ৭০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে । এই পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে খাদ্য দপ্তরের আধিকারিকরাও । পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ কি সেটা স্পষ্ট করে বলতে পারছে না খাদ্য দপ্তরের আধিকারিকরাও । তাদের অভিযোগ প্রতিদিন নাসিক থেকে পেঁয়াজ বোঝাই গাড়ি আসছে । তারপরও কেন ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে তালবাহানা করছে সে নিয়েই তদন্ত চালিয়ে যাচ্ছে খাদ্য দপ্তরের আধিকারিকরা । তবে অতি সম্প্রতি মূল্যবৃদ্ধির রুখতে সক্ষম হবে খাদ্য দপ্তর ,জানিয়েছে দপ্তর আধিকারিকরা । তবে পাইকারি বাজারে কিছু কিছু ব্যবসায়ীর কাছ থেকে সঠিক নথিপত্র পায়নি তেমনি খুচরা বাজারেও ব্যবসায়ীদের কাছে তাদের বেচাকেনার সঠিক মেমো পাওয়া যায়নি । দপ্তর এ সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায় ।
Leave feedback about this