জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মার্চের পরেই আগরতলা থেকে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস । ফেব্রুয়ারি মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে আগরতলা পর্যন্ত রেল লাইনের ইলেক্ট্রিফিকেশন এর কাজ । তারপরেই দ্রুতগামী ট্রেনের চলাচল শুরু হয়ে যাবে । ঘোষনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । বৃহস্পতিবার আগরতলা মুম্বাই লোকমান্য এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়ালি সূচনা করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন উত্তর পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে পরিণত করা হবে । ইতিমধ্যেই ৩৭টি স্টেশনের কাজ শুরু হয়ে গিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নর্থইস্ট কানেক্টিভিটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে । এদিন আগরতলা রেল স্টেশনে লোকমান্য এক্সপ্রেস সূচনা পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী , স্থানীয় বিধায়িকা মিনা রাণী সরকার ও উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিজিএম । প্রসঙ্গত এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী সাবরুম পর্যন্ত নতুন একটি ডেমো ট্রেন ও আগরতলা রেলস্টেশনের এক্সেলেটর এর সূচনা করেন । লোকমান্য এক্সপ্রেস ও ডেমো ট্রেনের সূচনা পড়বে সবুজ পতাকা নেড়ে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলের অভিবাদন জানান ।এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কাঞ্চনজঙ্ঘা ও ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসকে সাব্রুম পর্যন্ত এক্সটেনশন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । একই সঙ্গে মুখ্যমন্ত্রী আগরতলা কলকাতা ভায়া ঢাকা ট্রেন চালু করার জন্য অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানান । মুখ্যমন্ত্রী বলেন এই ট্রেন চালু হলে আগরতলা থেকে কলকাতার দূরত্ব অনেক কমে যাবে ।
Leave feedback about this