জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা গোর্খাবস্তিস্থিত খাদ্য দপ্তরের সামনে প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার। মুলত রাজ্যের বিভিন্ন বাজারে দ্রব্যমুল্য বৃদ্ধির জন্য এই কর্মসূচি। এছাড়া রেশনে পুজোর সময়ে চাল ডাল চিনি ময়দা সুজি আটা ডাল সর্ষের তেল খাদ্য দফতরের তরফে দেবার কথা বলা হলেও এখনো রেশনে এই দ্রব্য গুলি সাধারন মানুষ পাচ্ছে না। যদিও সাংবাদিক সম্মেলন করে কিছু দিন আগে খাদ্য দফতরের তরফে বলা হয়েছিল পুজোর সময়ে রেশন শপ গুলিতে ভোক্তারা চাল ডাল চিনি আটা ময়দা সুজি সরিষার তেল পাবে। কিন্তু পুজোর এই সময়েও এ গুলো রেশন শপ গুলোতে এভেলেব্যাল নয়। দুর্গোপুজো শুরু হবার আর মাত্র কয়েক দিন বাকি। মহালয়া শেষ হয়ে আজ দ্বিতীয় দিন প্রায় অতিক্রান্ত। এই সময়ও রেশনশপ গুলিতে ভোক্তারা তাদের ন্যায্য দ্রব্যগুলি পাচ্ছে না। এরই প্রতিবাদে তাদের এই গনধর্না কর্মসূচি বলে জানালেন ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব শান্তুনু সাহা। এদিন প্রদেশ তৃনমূল কংগ্রেসের তরফ থেকে এমনটাও বলা হয় খাদ্য দফতরের তরফে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলির সপক্ষে আশ্বস্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্না কর্মসূচি চলবে। এই ধর্না কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
Leave feedback about this