জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয়া দুর্গাপূজাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চলছে এখন উৎসবের আবহ। আর এই উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক দল সংঘটিত করে চলেছে নানা সামাজিক কর্মসূচি। বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান শিবির, সাফাই অভিযান থেকে শুরু করে মেগা স্বাস্থ্য শিবির, কোন কিছুই যেন বাদ নেই সামাজিক এই কর্মকান্ডে। এবার এমনই এক সামাজিক কর্মসূচির আয়োজন করল বড়জলা বিধানসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ড। আগরতলা গোয়ালাবস্তি এলাকার নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলে রবিবার সরকারি ছুটির দিন আয়োজন করা হয় এক মেগা স্বাস্থ্য শিবির। এদিনের এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ আরো বিশিষ্ট জনেরা। শিবিরে স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূলে ঔষধ বিতরণ করেন উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা। উৎসবের প্রাকমুহুর্তে এধরনের সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ এখন যেভাবে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসছে তা একটা দৃষ্টান্ত। সেবার মনোভাব নিয়ে কাজ করলেই দেশকে প্রগতিশীল ও উন্নতিরশীল করা সম্ভব। তাই প্রত্যেককে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাজ্য
স্বাস্থ্য
সেবার মনোভাব নিয়ে কাজ করলেই দেশকে প্রগতিশীল ও উন্নতিরশীল করা সম্ভব : রাজীব
- by janatar kalam
- 2023-10-15
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this