2024-12-17
agartala,tripura
রাজ্য

বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ধর্ম রথের সমাপন ১৪ অক্টোবর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত সাত অক্টোবর থেকে গোটা রাজ্যের জেলা মহকুমা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শৌর্য যাত্রা । সূর্য যাত্রার ধর্ম রথ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হয়েছে । রাজ্যের হাজার হাজার কার্যকর্তা এই রথে অংশগ্রহণ করেছে । ১৪ অক্টোবর পশ্চিম জেলা তথা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এই ধর্ম রথ । বেলা আড়াইটায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার সমাপন কার্যক্রম । উক্ত কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে । এছাড়াও উপস্থিত থাকবেন বজরং দলের ত্রিপুরা উপ প্রান্তের সংযোজক টোটন সাহা , বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শঙ্কর রায় এবং সভাপতি শচীন কলই । শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন কর্মকর্তারা ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service