জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে প্রতিনিয়ত বাজার অভিযানে নামছে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা । প্রায় প্রতিদিন রাজধানীর কোন না কোন বাজারে অভিযানে নামছে আধিকারিক প্রতিনিধি দল ।শুক্রবার মহাকুমার ডিসিএম ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ।এদিন মহকুমা ডিসিএম মহারাজগঞ্জ বাজারের চালপট্টিতে হানা দেয় । এখানে একটি দোকানে মালিক চালের স্টক কতটুকু আছে বলতে পারেনি । পাশাপাশি দোকানে নেই কোন ট্রেড লাইসেন্স । ক্ষুব্ধ হয়ে মহকুমা ডিসিএম সঙ্গে সঙ্গেই দোকানটি বন্ধ করার নির্দেশ দেয় । খাদ্য দপ্তরের আধিকারিকরা এদিন অন্য কোন দোকানে অসংগতি দেখতে পায়নি । তবে চালের দর আগের চেয়ে প্রতি কুইন্টালে ৫০ থেকে ৬০ টাকা কমেছে বলে জানিয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা । একই দিনে অভিযানে গিয়েছে পেঁয়াজ বাজারে । পেঁয়াজের বাজারেও তেমন কোন অসঙ্গতি ধরা পড়েনি ।
Leave feedback about this