2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের মান-সম্মান অখুন্ন রাখতে দায়িত্ব নিতে হবে বিমানবন্দরের অটোচালকদের : পর্যটনমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় এমবিবি বিমানবন্দরের অটো শ্রমিকদের এবার আলাদা পরিচিতি দিল রাজ্য পরিবহন দপ্তর। অটো শ্রমিকদের হাতে ইউনিফর্ম তুলে দিয়ে এই পরিচিতি প্রদান করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার বিমানবন্দরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ৩০০ জন অটো চালকের হাতে তুলে দেওয়া হয় ইউনিফর্ম। এখন থেকে প্রতি বছর পুজোর আগে সম্পূর্ণ বিনামূল্যে বছরে একবার এই ড্রেস দেবে পরিবহন দপ্তর। এদিনের এই ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা সহ পশ্চিম জেলার জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন অটোচালকদের ইউনিফরম তাদের গরিমাকে বৃদ্ধি করবে। অটো চালকরাও পরিশ্রম করে পরিবার প্রতিপালন করেন। এই জায়গায় ইউনিফর্ম দিয়ে সরকার অটোচালকদের পাশে দাঁড়িয়েছে। সরকার তাদের কথা ভাবে বলেই ইউনিফর্ম প্রদান করেছে। কারণ বাইরে থেকে যারা আসবে, তারা যেন তাদের সম্মান দিয়ে দেখে। কিন্তু সম্মান একতরফা আশা করা যায় না। ব্যবহারের মাধ্যমেই সম্মান অর্জন করে নিতে হবে। সেই ভাবনা নিয়েই চলতে হবে অটো শ্রমিকদের। রাজ্যের অটো শ্রমিকদের জন্য আগামী দিন স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা রয়েছে। তবে রাজ্যের মান-সম্মান সুনাম অখুন্ন রাখার দায়িত্ব এক্ষেত্রে অবশ্যই নিতে হবে বিমানবন্দরের অটোচালকদের।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service