2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

উন্নয়নের আরেক নাম নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার । যেখানেই বিজেপি সরকার রয়েছে সেখানেই উন্নয়ন আর উন্নয়ন । উন্নয়ন ছাড়া এই সরকারের কোন কথা নেই । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ।বিগত সরকারের আমলে রাজ্যে স্বর্ণের যুগ চলছে বলে ঢাকঢোল পেটানো হত । আমরা বর্তমানে স্বর্ণের যুগ বলতে চাইছি না , আমরা বলব রাজ্যে উন্নয়নের যুগ চলছে। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন । বিগত সরকার উন্নয়নের নামে শুধু আগরতলা শহরে কতগুলি বড় বড় বিল্ডিং ,, একটি উড়ালপুল আর জায়গায় জায়গায় কমিউনিটি হল করেছে । যাতে করে তাদের ভাষণবাজিটা চালিয়ে যেতে পারে । সেটা কি তারা স্বর্ণযুগ বলে অভিহিত করত । বর্তমান সরকার উন্নয়নের আরেক নাম দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার । বিজেপি সরকার যেখানেই রয়েছে সেখানেই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে ।মঙ্গলবার রাজধানীর অদূরে নাগিছড়াস্থিত নতুন ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডএর উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা । এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, নির্বাচনের আগে শহরবাসীর একটি দাবি ছিল আগরতলা বটতলা মাছ বাজার ও মহারাজগঞ্জ বাজারে বড় গাড়িগুলি পার্কিংয়ের ফলে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে অপরদিকে দূষিত হচ্ছে এলাকার আবহাওয়া । এই বিষয়ে যাতে পুর নিগম উদ্যোগ গ্রহণ করে । সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় তিন কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক এই ফিসট্রানশিপমেন্ট গড়ে তোলা হয়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের কমিশনার ডঃশৈলেশ যাদব অত্যাধুনিক এই ফিসট্রানশিপমেন্ট এর সুবিধা গুলি তুলে ধরেন । বলেন এখানে একই সঙ্গে অনেকগুলি গাড়ি আনলোডিং করা যাবে । পাশাপাশি গাড়ির চালক সহচালকদের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক রেস্ট হাউস , ডাইনিংহল সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল , পশ্চিম জেলাশাসক,সহ অন্যান্য অনেকে ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service