জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুজোর আগে সাধারণ গরিব মানুষের পেটে লাথি দিয়েছে আগরতলা পুর নিগম । মন্তব্য প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের । বুধবার জিবি হাসপাতাল থেকে ৭৯ যাওয়ার রাস্তাটির পাশে থাকা উচ্ছেদকৃত দোকানের মালিকদের সাথে দেখা করেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত । শ্রী দত্ত এদিন পূজোর প্রাক মুহূর্তে ব্যবসায়ীদের দোকানপাট ভাঙ্গার ঘটনাকে অনৈতিক বলে অভিহিত করে বলেন । আমরাও উন্নয়ন কাজের বিপক্ষে নয় কিন্তু কারও পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করাটাও সম্পূর্ণ অনৈতিক কাজ । এটা পূর্বতন সরকার কখনোই সমর্থন করত না । বর্তমান জিবি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, মেডিকেল কলেজ সবকিছুই পূর্বতন সরকারের উন্নয়নের ফসল । তখন সরকার কাউকে পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করেনি । আমরা কখনোই এ ধরনের অনৈতিক কাজকে সমর্থন করি না । এগুলি নিয়ে সরকারেরও ভাবা উচিত ।
Leave feedback about this