জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা বিশ্বের সাম্রাজ্যবাদীর যে আগ্রাসন তা একমাত্র প্রতিরোধ করতে পারে গণতান্ত্রিক শ্রমজীবী মানুষের ঐক্য। তাদের লড়াই সংগ্রামেই একমাত্র সম্ভব সাম্রাজ্যবাদীদের আগ্রাসন প্রতিরোধ করা। তাই শ্রমজীবী মানুষদের ঐক্যকে মজবুত করার লক্ষ্যে ৩রা অক্টোবর দিনটিতে প্রতিষ্ঠা হয়েছিল ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। এবছর এই সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরই দিনটি বামপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত করে দিবসটি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা অফিস লেন স্থিত সিআইটিইউ রাজ্য কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইডিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে শ্রমজীবীদের দিকে। কারণ মন্দা চরম পর্যায়ে, মূল্যবৃদ্ধি ঘটছে, বাড়ছে বেকারত্ব। সঙ্গে নয়া উদারবাদী জন্ম দিয়েছে দুর্নীতি। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যে রাষ্ট্রশক্তি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এছাড়া এই উদারীকরণ ধনী গরিবের মধ্যে বৈষম্যও তৈরি করেছে। এর থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদ সমস্যা যখন সমাধান করতে পারে না, তখন মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। ভারতবর্ষেও বর্তমান বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করছে। এই বিভাজনের বিরুদ্ধে সারা বিশ্বের শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করে সংগ্রাম গড়ে তুলতে হবে।
রাজনৈতিক
রাজ্য
ভারতবর্ষে বর্তমান বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করছে : মানিক
- by janatar kalam
- 2023-10-03
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this