2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সমাজ সংস্কারক হিসাবে হিজম ইরাবত সিংহের  বিশেষ অবদান রয়েছে : সুখময়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা সংগ্রামী তথা মনিপুরী সমাজের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিজম ইরাবত সিংহের জন্মদিন ৩০ শে সেপ্টেম্বর। এবছর তার ১২৭ তম জন্মবার্ষিকী। তাই বিগত দিনের মতোই এবারও হিজম ইরাবত সিংহের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় রাজ্যে। শনিবার কেন্দ্রীয়ভাবে তার জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলা ধলেশ্বর স্থিত কল্যাণী এলাকায়। সেখানে মনিপুরী সাহিত্য পরিষদ ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইরাবত সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহাসহ মণিপুরী সাহিত্য পরিষদের কর্মকর্তারা। একই জায়গায় পৃথকভাবে হিজম ইরাবত সিংহের জন্মবার্ষিকী এদিন উদযাপন করলো সিপিআই রাজ্য পরিষদও। দুপুরে মনিপুরী সাহিত্য পরিষদ ইরাবত সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। এই অনুষ্ঠানে রাজ্যের মনিপুরী সম্প্রদায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। সকালে আয়োজিত অনুষ্ঠানে ইরাবত সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্পোরেটর সুখময় সাহা বলেন, তিনি চেয়েছিলেন গণতন্ত্রকে আরো সুপ্রসারিত করতে এবং রাজ শাসন থেকে মুক্তি। সমাজ সংস্কারক হিসাবে ও তার বিশেষ অবদান রয়েছে। তাই নব প্রজন্ম তার সম্পর্কে জানা উচিত।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service