2024-11-25
agartala,tripura
দেশ রাজ্য

উন্নয়নের কাজে আরও গতি আনার জন্য যাতে জনগণের অংশীদারি আরও বৃদ্ধি পায় : সাধ্বী নিরঞ্জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রামীণ উন্নয়ন ও ভোক্তা বিষয়ক খাদ্য এবং জনবন্টন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন এর সভাপতিত্বে কেন্দ্রীয়ভাবে স্পনসরকৃত প্রকল্পগুলির পর্যালোচনা বৈঠক মঙ্গলবার আগরতলার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, রেগা, রেশনে ফোর্টিফায়েড চাল প্রদান যা সাড়া দেশে শুরু হয়েছে , ত্রিপুরাতে ও তা চালু হয়েছে। তবে রাজ্যের কিছু কিছু জায়গায় যেখানে তা চালু করা হয় নি সেখানেও তা লাগু করা হবে।

সম্প্রতি সংসদে মাহিলা আরক্ষন বিল পাশ হবার জন্য এদিন তিনি দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এছাড়া তিনি এদিন বলেন শহরি আবাস যোজনায় বড় কাজ হচ্ছে। তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আধিকারিকদেরও ধন্যবাদ জানিয়ে বলেন কাজে আরও গতি আনার জন্য যাতে জনগণের অংশীদারি আরও বৃদ্ধি পায়। দেশের অমৃত কালে জেলায় জেলায় অমৃত সরোবর নির্মাণ, গ্রামে গ্রামে পঞ্চায়েত ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য হল মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে গরীবি থেকে উপরে তুলে আনা। তবে এদিন তিনি জানিয়েছেন মাতা ত্রিপুরেশ্বরি দেবীর দর্শন করার জন্যও তিনি এখানে এসেছেন। এই বৈঠকে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, দফতরের সচিব ও অন্যান্য আধিকারিকরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service